Who We Are

JEXCA NA was launched in 1988 as the USA Chapter of Jhenidah Cadet Cadets Association (JEXCA) headquartered in Bangladesh. JEXCA NA is a not-for-profit, non-political, volunteer organization registered with the Internal Revenue Service (IRS) under Section 501 (c)(3). The organization is comprised of alumni of the Jhenidah Cadet College who reside in the USA. The college is one of the prime higher secondary boarding institutions of Bangladesh.

JEXCA NA REUNION 2020 POSTPONED

Dear JEXCAites,
Greetings, hope this email finds you in good health.

Friends, after careful consideration and in light of the ongoing COVID-19 development, we are postponing 2020 JEXCA NA annual reunion scheduled for August 14-16, 2020. We apologize for any inconvenience caused by our decision. We know this is a very challenging time for everyone, and appreciate your understanding and support.

However we remain excited to host next year’s reunion in the same city i.e. in San Francisco.

We look forward seeing you next year, until then stay safe and healthy!

Sincerely,
Masud Rob Chowdhury
President
JEXCA NA Inc.

COVID-19 JEXCA NA Fund Raising

প্রিয় জেক্সকাইট ভাইয়েরা,
আসসালামু আলাইকুম,

পুরো বিশ্বজুড়ে করোনার ভয়াবহতা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সকল জেক্সকাইটস ও তাদের পরিবার নিরাপদে আছেন। আমাদের চিন্তা ভাবনা এখানেই শেষ হয়ে যেতে পারতো কিন্তু আমরা এমন একটা সমাজের একদল সদস্য যাদের কে শুধু নিজের জন্য ভাবলে হয়না।বিভিন্ন সময়ে বিপদে আপদে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে জেক্সকা যে মহৎ পথে এগিয়ে চলেছে তার দাবিদার আমরা সবাই।

এই মহামারী তে যাদের অবস্থা অতি শোচনীয় হবে তারা হলেন দিনমজুর, রিকশাচালক ও সমাজের একদল মানুষ যাদের একদিন কাজে না গেলে খাবার জোটে না। আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন(আলহামদুলিল্লাহ ) বিধায় আমরা আজ এই মানুষগুলোর জন্য চিন্তা ভাবনা করি। এই পিছিয়ে পড়া মানুষগুলোকে একটু সাহায্য করার লক্ষ্যে জেক্সকার পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে ।

আমরা ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, কিছু তেল ও পেয়াজ এর একটাপ্যাকেজ দেওয়ার পরিকল্পনা করেছি যার বাজারমূল্য আনুমানিক ৮০০/- টাকা। এই একটা প্যাকেজ একজন মানুষের হাতে দিতে পারলে তার পরিবারের ঘরে বসে ৮-১০ দিন পার হয়ে যাবে।

আমাদের এই কার্যক্রম ঢাকা ছাড়াও খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও অন্যান্য স্হানে পরিচালিত হবে (যদি এসকল স্হানে কোন জেক্সকাইট দায়িত্ব নেন এবং জেক্সকার ব্যানারে এলাকার মানুষকে সাহায্য করতে চান তাহলে অবশ্যই জানাবেন, জেক্সকা আপনাদের পাশে থাকবে। তবে খেয়াল রাখতে হবে যেন কোনো জনসমাগম না হয়, পারতপক্ষে সবাইকে আলাদা আলাদা করে জিনিসপত্র পৌঁছে দিলে ভালো হয়।

আশা করি আমরা জেক্সকাইটরা দেশ ও বিশ্বের এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের দায়বদ্ধতা থেকে যে যতজনকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিবো।

সকল জেক্সকাইট ভাই ও তাদের পরিবার কে আল্লাহ করোনা থেকে মুক্ত রাখুন এবং বাংলাদেশের উপর সহায় হোন।

COVID-19 Fund Raising

You can also send money directly to JEXCA NA Treasurer (bank to bank transfer, Zelle)
Mohammad Iqbal @ 214-796-7851
(email: mohammad.Iqbal757@att.net)